সেভ দ্য চিলড্রেনে ‘সেন্টার ইন চার্জ’ পদে নিয়োগ
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন ‘সেন্টার ইন চার্জ’ পদে লোকবল নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির উখিয়া শাখায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- সেভ দ্য চিলড্রেন
বিজ্ঞাপন
পদের নাম- ‘সেন্টার ইন চার্জ’ (কমিউনিটি সার্ভিসেস)
পদের সংখ্যা- নির্ধারিত নয়
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা-
১। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি
২। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
৩। এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট সর্ম্পকে ধারণা থাকতে হবে।
৪। শিশুদের সাথে কাজ করার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে।
৫। চট্টগ্রামের স্থানীয় ভাষায় দক্ষ হলে অগ্রধিকার দেওয়া হবে।
৬। কম্পিউটার সর্ম্পকে ধারনা থাকতে হবে।
কাজের ধরন- চুক্তিভিত্তিক
কর্মস্থল- কক্সবাজার (উখিয়া)
আবেদনের নিয়ম-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে করতে পারেন https://bangladesh.savethechildren.net/careers/details?jid=57454 এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ- ২ জানুয়ারি, ২০২১ ইং