চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহকারী সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষা (শারীরিক যোগ্যতা ও স্থাস্থ্য) স্থগিত করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
অপরদিকে চট্গ্রাম বন্দরের নিরাপত্তা রক্ষী পদে ৫ ও ৬ই এপ্রিলের নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসন বিভাগ।
বিজ্ঞাপন
এছাড়াও ৭ই এপ্রিল হতে অনুষ্ঠিত হতে যাওয়া চট্গ্রাম বন্দরে গ্রীজার পদে নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে।
বিজ্ঞাপন