ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এনিমেশন বিভাগে লোকবর নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- ব্যাকস্পেস ইন্টারন্যাশনাল লিমিটেড

পদের নাম- অ্যানিমেটর

পদের সংখ্যা- ৫টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

প্রবেশন সময়কাল- ৩মাস

আবেদনের যোগ্যতা-

১।  অ্যানিমেশন, ভিডিও সম্পাদনা, মোশন গ্রাফিক্স সর্ম্পকে ধারনা থাকতে হবে।

২। এফেক্টস, প্রিমিয়ার প্রো, ফটোশপ এবং ইলাস্ট্রেটারের কাজে দক্ষ হতে হবে।

৩। ভিডিওতে টাইপোগ্রাফি ব্যবহার জানতে হবে।

৪।  ইউটিউব সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।

৫। আর্ট, অ্যানিমেশন, ডিজাইন বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতক ডিগ্রী থাকতে হবে।

৬। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা লাগবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই career@werbackspace.com এই ঠিকানায় সিভি পাঠাতে হবে। 

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। বার্ষিক স্যালারি রিভিউ

৩। মধ্যাহ্নভোজন সুবিধা

৪। পিকনিক এবং রিফ্রেশ ট্যুর