বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দিতে ‌‘ফ্রি কোচিং’ চালু করেছে স্কুল অব ইঞ্জিনিয়ার্স। গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রমের অধীনে প্রায় ১ হাজার শিক্ষার্থীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার পাবেন।

ফ্রি কোচিং প্রোগ্রামে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল  এবং সিভিল বিভাগের স্টুডেন্টরা সুযোগ পাবেন। এছাড়াও পরবর্তীতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদেরও সুযোগ দেওয়া হবে। তবে লকডাউনের কারণে পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে চলছে।

এ বিষয় ঢাকা পোস্টকে সংগঠনটির ফাউন্ডার ইঞ্জিনিয়ার নাজিম সরকার বলেন, ‌‌‘অনেকের ইচ্ছা থাকলেও আর্থিক  কারণে কোচিং করতে পারেন না। আবার লকডাউনেও মধ্যে অনেকের চাকরি চলে গেছে। এসব কথা মাথায় রেখেই বিনা মূল্যের প্রশিক্ষণটির আয়োজন করেছি।’

এই ফ্রি কোচিংয়ের আওতায় আরও থাকছে স্কিল ডেভেলপমেন্ট, ট্রেইনিং, ইয়ুথ এম্পয়ারমেন্ট, নলেজ শেয়ারিং সহ আরো অনেক কিছু। এতে ইন্সট্রাক্টর এবং ট্রেইনার  হিসেবে কাজ করছেন দেশের বিভিন্ন সরকারি  প্রতিষ্ঠানে কর্মরত তরুণ প্রকৌশলীরা।

এছাড়াও স্কুল অব ইঞ্জিনিয়ার্স তরুণদের মাঝে বিনা মূল্যে জব প্রিপারেশন, ক্যারিয়ার ভিত্তিক লাইভ সেশন, অনলাইন ট্রেইনিং, ওয়ার্কশপ সহ আরো বেশ কিছু কার্যক্রম পরিচালনা করছে।