মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- মেঘনা গ্রুপ এন্ডাস্ট্রিজ

পদের নাম- সিনিয়র এক্সিকিউটিভ / এক্সিকিউটিভ-অ্যাকাউন্টস

পদের সংখ্যা- নির্দিষ্ট না

কর্মস্থল- বাংলাদেশের যে কোন জায়গা

কাজের ধরন- পূর্নকালীন

যোগ্যতা-

১। এম.কম / এমবিএস / এমবিএ (অ্যাকাউন্টিং / ফিনান্স) সিএসিসি

২। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপেক্ষ ৩ বছরের অভিজ্ঞতা

৩। মাইক্রোসফ্ট অফিস প্যাকেজ সর্ম্পকে ধারনা থাকতে হবে।

৪। পিও (ক্রয় অর্ডার), জিআরএন (জিনিসপত্রের নম্বর) সহ বিল করতে জানতে হবে।

৫।  পেমেন্ট প্রকৃয়া ও  ব্যয়ের প্রকৃতি নির্ধারন করতে জানতে হবে।

৬। মাসিক, ত্রৈমাসিক এবং বছরের শেষে  বিভিন্ন ধরণের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।

৭।  ব্যাংক বিবৃতি পুনরুদ্ধার, গ্রহণযোগ্য ও পরিশোধযোগ্য অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে ধারনা থাকতে হবে।

৮। অ্যাকাউন্ট কার্যক্রমের জন্য সফ্টওয়্যারে ত্রুটিবিহীন পোস্টিংয়ে দক্ষ হতে হবে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=940845&fcatId=1&ln=1 এই ঠিকানায়।

বেতন ও ‍সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষে

২। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ-

১০ জানুয়ারি, ২০২১ইং