শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে। আগ্রহীরা ডাক যোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট

পদের নাম- সহকারী রেজিস্ট্রার (শিশু), সহকারী রেজিস্ট্রার (গাইনি), সহকারী রেজস্ট্রিার, সহকারী সার্জন ও সিনিয়র স্টাফ নার্স

পদের সংখ্যা- মোট ৫১ জন

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

আবেদন যোগ্যতা

১। সহকারী রেজিস্ট্রার ও সহকারী সার্জন পদে আবেদনকারীদের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস অথবা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত স্থায়ী (পূর্ণ) রেজিস্ট্রেশন থাকতে হবে।

২।  সিনিয়র সহকারী নার্স পদের জন্য প্রার্থীকে সরকার অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে গ্রেড-১০ নার্সিং ডিপ্লোমাসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।

আবেদন যেভাবে

১। প্রার্থীদের দরখাস্তে স্বাক্ষর ও খামের ওপর প্রার্থিত পদের নাম ও নিজ জেলার নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

২। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। প্রার্থীদের অবশ্যই পদের নাম, বর্তমান ঠিকানাসহ ১৫ টাকার অব্যবহৃত ডাকটিকিট সংবলিত একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

৪। সব কিছু পূরণ সাপেক্ষে দরখাস্ত শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। 

আবেদনের শেষ তারিখ

৬ জুন, ২০২১ পর্যন্ত

নিয়োগ যেভাবে

প্রাপ্ত আবেদনপত্রসমূহ থেকে কেবল বাছাইকৃত প্রার্থীদের লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। এরপর যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।