বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসএসসি/দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নতুন কয়েকটি ট্রেডের পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য লেখক ও সম্পাদক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

পদের নাম- লেখক ও সম্পাদক

কাজের ধরন- পূর্ণকালীন

আবেদনের যোগ্যতা

১. সংশ্লিষ্ট ট্রেড/বিষয়/টেকনোলজিতে সনদধারী হতে হবে।

২. কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

৩. এনটিভিকিউএফের সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে/গবেষণাধর্মী প্রকাশনা অথবা কর্মশালা/সেমিনারে ধারণাপত্র উপস্থাপনের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

৫. পাঠ্যপুস্তক প্রণয়ন, সম্পাদনা ও মূল্যায়নের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

৬. শিক্ষাক্রম ও শিখনকৌশল বিষয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের ঠিকানা

আগ্রহী ব্যক্তিদের জীবনবৃত্তান্তসহ আবেদন ফরম ‘পরিচালক (কারিকুলাম), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা’ বরাবর director@bteb.gov.bd ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ফরম প্রাপ্তির লিংক

আবেদন ফরম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd), কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (http://service.dte.gov.bd), বিএমইটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.tmed.gov.bd ) পাওয়া যাবে।