কর্মক্ষেত্রে সেরা হতে চাওয়ার লক্ষ্যে প্রতিদিন নতুন কিছু শেখা এবং দক্ষতা বৃদ্ধি করা জরুরি। আজকের প্রতিবেদনে, আমরা তুলে ধরব কীভাবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। বিভিন্ন শিল্পক্ষেত্রে কর্মীরা কীভাবে নিজেদের কৌশল, পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে নিজেদের সেরা অবস্থানে পৌঁছাচ্ছেন, সেই জাপানি পদ্ধতি সম্পর্কে জানানো হবে।

১. প্রতিশ্রুতি

নতুন চাকরি বা ব্যবসা শুরু করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো, দীর্ঘমেয়াদি লক্ষ্য স্থির করা। তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। অনেকেই তাৎক্ষণিক ফলাফল আশা করেন, কিন্তু দক্ষতা সে ভাবে আসে না।

২. নম্রতা

কাজে পারদর্শী এবং দক্ষ ব্যক্তির থেকে কাজ শেখা এবং তাদের কৌশল অনুকরণ করা। এই পর্যায়ে আপনাকে স্বীকার করে নিতে হবে, উল্টো দিকের মানুষটি আপনার থেকে বেশি জানেন।

৩. সাহস

অনুকরণ করে শিখে নেওয়ার পর মৌলিকতার ওপর জোর দেওয়া। যাতে আপনার কাজ সবার থেকে আলাদা হতে পারে। বিষয়গুলি আয়ত্ত করার পর নিজের অভিনব পথ খুঁজে বার করা। কেবল আর কর্মচারী নন আপনি, নিজের কর্মক্ষেত্রে আপনি তখন শিল্পী।

এমজে