ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড’ এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক এ অনলাইন কনফারেন্সে   অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে ৮ জুন, ২০২১ পর্যন্ত। 

‘জলবায়ু, কোভিড-১৯ এবং ভুল তথ্য ছড়ানো: কীভাবে সাংবাদিকতা এই বৈশ্বিক সঙ্কটকালীন সময় উত্তরণে সহায়তা করতে পারে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হচ্ছে এবারের কনফারেন্স। 

অনলাইন কনফারেন্সটি অনুষ্ঠিত হবে আগামী ১৪-১৫ জুলাই। এতে সারাবিশ্বের মোট ১০০ জন প্রতিভাবান তরুণ ব্লগার, ফটোসাংবাদিক এবং প্রতিবেদক অংশগ্রহণের সুযোগ পাবেন।

আবেদন যোগ্যতা

১। বিশ্বের যেকোনো দেশের ১৮-২৫ বছর বয়সী (১ জুলাই, ২০২১ পর্যন্ত) স্নাতক ও স্নাতকোত্তর পাস।

২। ইংরেজিতে কথা বলার দক্ষতা এবং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন www.britishcouncil.org/future-newsworldwide এই ঠিকানায়।