বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৩৮ নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কেরেছে। সেনাবাহিনী তাদের কার্যক্রমে আরও গতিশীল করার জন্য অসামরিক স্থায়ী ও অস্থায়ী পদে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ সেনাবাহিনী
বিজ্ঞাপন
পদের সংখ্যা - মোট ৮৩৮টি
পদের নাম-
বিজ্ঞাপন
স্টোর কিপার, সিকিউরিটি ইন্সপেক্টর,হিসাব রক্ষক,কেমিস্ট, ফিটার, গ্রাউন্ডসম্যান, পেইন্টার, জিসি'স অর্ডারলী, বারবার,ফায়ারম্যান, সার্চার,পাম্প ড্রাইভার,ফটোকপি অপারেটর, এক্সচেঞ্জ অপারেটর,পরিচ্ছন্নতা কর্মী, সহকারি বাবুর্চি, মেসওয়েটার, ফার্ম লেবার, অফিস করণিক, ফার্মাসিস্টউচ্চমান করণিক,মিল্ক রেকর্ডার, ড্রাইভার রিকোভারী, স্টোরম্যান,ভিউয়ার,ওয়ার্ডবয়, মিল্ক রুম কুলি, প্যাকার, উইএসএম, মালী, প্লান্ট অপারেটর, ব্রিক লেয়ার, ল্যাবরেটরি এ্যাসিসট্যান্ট, হেড মেকানিক, বয়লার, অপারেটর, সহিষ নিপরাপত্তা প্রহরীসহ আরও বেশ কয়েকটি পদে লোক নেবে বাংলাদেশ সেনাবাহিনী।
আবেদন যেভাবে
আবেদন ও বিজ্ঞপ্তির বিস্তারি জানতে প্রবেশ করতে হবে http://army.mil.bd/ এই ঠিকানায়
আবেদনের শেষে তারিখ-
আবেদন করা যাবে ০৬ ফেব্রুয়ারী, ২০২১ পর্যন্ত