ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের আঞ্চলিক অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি), বাংলাদেশ

পদের নাম- টেরিটরি অফিসার

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদন যোগ্যতা

১। স্নাতক পাস। সঙ্গে ২-৩ বছরের অভিজ্ঞতা।

২। দলবদ্ধ হয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

৩। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

৪। শিক্ষা জীবনে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলামের সঙ্গে যুক্ত থাকতে হবে।

৫। বিক্রয় সংক্রান্ত কাজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

৬। বিভিন্ন প্রকল্পে দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ব্রিটিশ টোব্যাকো (বিএটি) বাংলাদেশের রিক্রুট ওয়েবসাইট থেকে (https://careers.bat.com/job/bangladesh/territory-officer/36476/126874112)।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন ৯৯৭২৮৪ টাকা (বার্ষিক)

২। বিভিন্ন পারফরমেন্সের উপর বোনাসের ব্যবস্থা রয়েছে।

৩। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।