ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪১ নিয়োগ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে একাধিক লোকবল নিযোগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নাম- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
পদের সংখ্যা- মোট ৪১টি
কাজের ধরন- পূর্ণকালীন
বিজ্ঞাপন
পদের নাম- সিস্টেম অ্যানালিস্ট
পদের সংখ্যা- ০১টি
বেতন-৪৩০০০-৯৬৮৫০
পদের নাম প্রোগ্রামার
পদের সংখ্যা-১
বেতন-৩৫৫০০-৬৭০১০
বিজ্ঞাপন
পদের নাম- সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা-১
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- তথ্য কর্মকর্তা
পদের সংখ্যা-১
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- ভেটেরিনারি কর্মকর্তা
পদের সংখ্যা-৫
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- সহকারী নগর (পরিকল্পনাবিদ)
পদের সংখ্যা-১
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- সহকারী ব্যবস্থাপক বাস টার্মিনাল
পদের সংখ্যা-২
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- সহকারী আইন কর্মকর্তা
পদের সংখ্যা-১
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- সমাজকল্যাণ কর্মকর্তা
পদের সংখ্যা- ৩
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- উপকর কর্মকর্তা
পদের সংখ্যা-৩
বেতন-২২০০০-৫৩০৬০
পদের নাম- সহকারী প্রকৌশলী বিদ্যুৎ
পদের সংখ্যা-১
বেতন-২২০০০-৫৩০৬০
পেদের নাম- সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা
পদের সংখ্যা-১
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম-উপসহকারী প্রকৌশলী পুর
পদের সংখ্যা-৮
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম- উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ
পদের সংখ্যা-২
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম- উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক
পদের সংখ্যা-৩
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম-নিরাপত্তা কর্মকর্তা
পদের নাম-১
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম- সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদের সংখ্যা-২
বেতন- ১৬০০০-৩৮৬৪০
পদের নাম- ফুড অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা
পদের সংখ্যা-২
বেতন- ১২৫০০-৩০২৩০
পদের নাম- স্বাস্থ্য পরিদর্শক
পদের সংখ্যা-৩
বেতন- ১২৫০০-৩০২৩০
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
প্রার্থীরা বয়সীমা-
১।প্রার্থীর বয়স ৮-২-২০২১ তারিখে ১৮–৩০ বছরের মধ্যে হতে হবে।
২। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dncc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে জমা দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ-
আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি ২০২১ ইং পর্যন্ত