বাংলাদেশ ব্যাংকের অফিসার (এক্স-ক্যাডার পাবলিকেশন্স) পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কতৃপক্ষ।

এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। 

তবে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা ৩০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। 

এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্যিত সব ধরনের কাগজপত্র সঙ্গে করে আনতে হবে।