স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৬ষ্ঠ গ্রেডের নিয়োগ পরীক্ষার (মৌখিক) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। জুনিয়র কনসালটেন্ট ( এ্যানেসথেশিওলজি) পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ আগস্ট।

পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা কর্ম কমিশনে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচী পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।