টেলিফোন শিল্প সংস্থায় চাকরির সুযোগ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- ডাক ও টেলিফোন শিল্প সংস্থা
বিজ্ঞাপন
পদের সংখ্যা- ৫৯টি
কাজের ধরন- পূর্ণকালীন
বিজ্ঞাপন
কর্মস্থল- ঢাকা
পদের নাম- কোম্পানি সচিব
পদের সংখ্যা- ১টি
বেতন স্কেল- ৫৫৯০০-৮৬০৫১ টাকা
পদের নাম- উপ মহাব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যা- ৩টি
বেতন স্কেল- ৫৫৯০০-৮৬০৫১ টাকা
পদের নাম- উপ মহাব্যবস্থাপক ( অর্থ ও হিসাব )
পদের সংখ্যা- ১টি
বেতন স্কেল- ৫৫৯০০-৮৬০৫১ টাকা
পদের নাম- প্রোগ্রামার
পদের সংখ্যা-১টি
বেতন স্কেল- ৪৬১৫০-৭৬৮৩৬
পদের নাম- সহকারী প্রোগ্রামার
পদের সংখ্যা-১টি
বেতন স্কেল- ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
পদের নাম- সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যা- ১১টি
বেতন স্কেল- ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
পদের নাম- সহকারী ব্যবস্থাপক ( সাধারণ )
পদের সংখ্যা-২টি
বেতন স্কেল- ২৮৬০০-৬৫৫৪৪ টাকা
পদের নাম- কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক (কারিগরি)
পদের সংখ্যা- ১৮টি
বেতন- ২০৮০০-৪৭৬৬৩
পদের নাম- কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক ( সাধারণ )
পদের সংখ্যা- ২টি
বেতন-২০৮০০-৪৭৬৬৩
পদের নাম- কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক ( অডিট )
পদের সংখ্যা- ১টি
বেতন-২০৮০০-৪৭৬৬৩
পদের নাম- কনিষ্ঠ হিসাবরক্ষক
পদের সংখ্যা- ২টি
বেতন- ১৪৬৯০-৩৩৬৫৯
পদের নাম- স্টোর কিপার
পদের সংখ্যা- ২টি
বেতন- ১৪৬৯০-৩৩৬৫৯ টাকা
পদের নাম- কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা- ১টি
বেতন-১৩২৬০-৩০৩৮০ টাকা
পদের নাম- অফিস সহকারী
পদের সংখ্যা- ২টি
বেতন-১৩২৬০-৩০৩৮০ টাকা
পদের নাম- বিক্রয় সহকারী
পদের সংখ্যা- ৫টি
বেতন-১৩২৬০-৩০৩৮০ টাকা
পদের নাম- টেকনিশিয়ান
পদের সংখ্যা- ৫টি
বেতন-১২০৯০-২৭৯৭ টাকা
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://tss.teletalk.com.bd/home.php এই ঠিকানায়।
আবেদনের সময়
টেলিফোন শিল্প সংস্থায় চাকরির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন চলছে। ৯ সেপ্টেম্বর ছিল আবেদনের শেষ দিন। সেটি বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। এ ছাড়া সব ক্ষেত্রে ১০-৮-২০২১ তারিখের পরিবর্তে ২৫-৩-২০২০ তারিখে প্রার্থীর বয়স বিবেচনা করা হবে।