আদ্-দ্বীন ইউমেন্স মেডিকেল কলেজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শিক্ষাকার্যক্রম বাড়াতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আদ্-দ্বীন ইউমেন্স মেডিকেল কলেজ, মগবাজার

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

পদের নাম- অধ্যাপক/সহযোগী অধ্যাপক

বিভাগের নাম- জেনালের সার্জারি, ইন্টারনাল মেডিসিন, আর্থোপেডিক্স, নাক-কান গলা

পদের সংখ্যা- নির্ধারিত না

প্রতিষ্ঠানের নাম- আদ্-দ্বীন ইউমেন্স মেডিকেল কলেজ, খুলনা

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

পদের নাম- অধ্যাপক/সহযোগী অধ্যাপক

বিভাগের নাম- জেনালের সার্জারি, ইন্টারনাল মেডিসিন, ফরেনসিক মেডিসিন

পদের সংখ্যা- নির্ধারিত না

আবেদন যোগ্যতা-

১। এমবিবিএস পাস

২। এমফিল, এমডি, এফসিপিএস,এমএস, ডিএফএম বা সমমানের ডিগ্রি

৩। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞ ডিপ্লোমা ডিগ্রিধারীগণও আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। প্রতিষ্ঠানের বেতন রীতি অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ২কপি ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, খামের উপর পদ ও কর্মস্থানের উল্লেখপূর্বক আবেদন পত্র  পাঠাতে হবে নির্বাহী পরিচালক, কর্পোরেট অফিস, ৭ম তলা, আদ-দ্বীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-

৩০ জানুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত