বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ২০১৯ সাল ভিত্তিক আইন অফিসার নিয়োগ পরীক্ষার (এমসিকিউ) সূচি প্রকাশিত হয়েছে। রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তি অনুসারে ২৪ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট (স্কুল ও কলেজ), রিং রোড, শ্যামলী,মোহাম্মাদপুর, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ১৮২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ব্যাংকার্স সিলেকশন কমিটি বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীকে কমপক্ষে ১ ঘণ্টা আগে উপস্থিত হতে হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস ও কাগজপত্র নেওয়া যাবে না। 

উলেখ্য, প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।