জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর বা এনএসআইয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ফটোগ্রাফার পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

উত্তীর্ণদের অংশগ্রহণ করতে হবে সাক্ষাৎকার বা মৌখিক পরীক্ষায়। এসময় যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে, এ নিয়ে সম্প্রতি বিস্তর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

চলুন তাহলে জেনে নিই, মৌখিক পরীক্ষা যা যা সঙ্গে আনতে হবে-

১। সদ্য তোলা ৭ কপি সত্যায়িত ছবি।

২। লিখিত ও এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনের কপি।

৩। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে ও মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

৪। স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মুল সনদপত্র প্রদর্শন করতে হবে।

৫। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

৬। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে মূল অনাপত্তিপত্র থাকতে হবে।

৭। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্র, গেজেট ও অন্যান্য প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

৮। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদফতর হতে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে ।

৯।  নৃ-গোষ্ঠী সংক্রান্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্রের সত্যায়িত কপি এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

১০। আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের সংশ্লিষ্ট প্রমাণ হিসেবে কমপক্ষে ৩ সপ্তাহের প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি জমা করতে হবে এবং মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।

পরীক্ষার দিন যা যা করতে হবে

১। প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

২। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে।

৩। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট কাগজপত্র এবং ৩ সেট সত্যায়িত ফটোকপি নিয়ে উপস্থিত থাকতে হবে ।

৪। নির্ধারিত কাগজপত্র বা দলিলাদি ব্যতীত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।