তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের নিয়োগ পরীক্ষার (মৌখিক) সময়সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পেট্রোবাংলার এ কোম্পানিটি।

বিজ্ঞপ্তি অনুসারে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর। ধাপে ধাপে এ পরীক্ষা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে।

পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিটি পূর্বে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রির্পোট করতে হবে। এ সময় শিক্ষা সনদ ও অভিজ্ঞতার মূল সনদ সঙ্গে আনতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি অনুসারে নাগরিকত্ব সনদ ও  সদ্য তোলা ৩ কপি রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (https://www.titasgas.org.bd/) ওয়েবসাইটে এবং পেট্রোবাংলার (http://www.petrobangla.org.bd/) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের টেলিটকের মাধ্যমে এসএমএস প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে সহকারী ব্যবস্থাপক ( হিসাব ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ধাপে এমসিকিউ ও লিখিত পরীক্ষা নেওয়া হয়।