দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে অফিসার (জেনারেল) পদে এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ অক্টোবর বিকাল ৩ টায় ঢাকার ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ৩২,৫৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এতে আরও বলা হয়েছে, অনলাইনে আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।এছাড়াও ম্যানুয়াল আবেদনকারীরা এসপিসিবিএলের প্রশাসন বিভাগ হতে ২১ অক্টোবর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এক কপি প্রবেশপত্র ব্যতীত কোন ধরনের কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ অথবা অন্য কোন ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

উল্লেখ্য, আগত প্রার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।