শিক্ষক নিবন্ধনের ভাইভার তারিখ পরিবর্তন
১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা বা মৌখিক পরীক্ষার তারিখে আংশিক পরিবর্তন এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বিজ্ঞপ্তির অনুসারে আগামী ১৩, ১৫, ১৮, ১৯ ও ২০ এপ্রিলের ভাইভার তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৩ এপ্রিলের ভাইভা ৬ ফেব্রুয়ারি, ১৫ এপ্রিলের ভাইভা ১৩ ফেব্রুয়ারি, ১৮ এপ্রিলের ভাইভা ২৭ ফেব্রুয়ারি, ১৯ এপ্রিলের ভাইভা ৬ মার্চে এবং ২০ এপ্রিলের ভাইভা ১৩ মার্চে নেওয়া হবে।
বিজ্ঞাপন
রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এনটিআরসি কতৃপক্ষ।
এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ প্রার্থীদের এসএমএস করে জানানো হবে। এসএমএস পাওয়ার পর প্রার্থীদের আগে নির্ধারিত তারিখের অ্যাডমিট কার্ড, সব সার্টিফিকেট, মার্কসিট ও এনআইডির মূল কপিসহ পুনর্নির্ধারিত তারিখে পরীক্ষা দিতে আসতে বলা হয়েছে।
বিজ্ঞাপন