খাদ্য অধিদফতরের নন-গেজেটেড বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুসারে, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি সকাল ১০ টায় ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, উক্ত পদে আবেদনকারীরা ৪ নভেম্বর পর্যন্ত এ (http://admit.dgfood.gov.bd) ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। তবে প্রার্থীদেরকে রঙ্গিন প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এছাড়াও প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।