জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি এক ঘন্টা ব্যাপি এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এনসিটিবি সচিব প্রফেসর ড. মো. নিজামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে ২৪ সেপ্টেম্বর, ২০২০ তারিখে প্রকাশিত হয় সাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও স্টোর গার্ড পদের নিয়োগ বিজ্ঞপ্তি।  আগামী ৫ ফেব্রুয়ারি এই দুই পদেরই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য টেলিটক ওয়েব সাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রবেশপত্র ব্যতীত কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে এনটিসিবি কতৃপক্ষ।