ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে চার ব্যাংকের ‘অফিসার’ পদে তৃতীয় ধাপে নিয়োগ পেয়েছেন ৫৭৩ জন প্রার্থী। এরমধ্যে সোনালী ব্যাংকে ৯৩ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১০৩ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৭২ জন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৫ জনকে প্রাথমিক ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৯ আগষ্ট, ২০১৭ সালে ২৫৭৪ টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকার্স সিলেকশন কিমিটি। এর প্রেক্ষিতে পর্যায়ক্রমে আগ্রহী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। ধারাবাহিক ভাবে এ পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে।

তৃতীয় ধাপে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে

বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ সংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হবে।