দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক ডাচ-বাংলা। এটি দেশের অন্যতম জয়েন্ট ভেঞ্চার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকও বটে। সম্প্রতি ব্যাংকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি যোগ্য ও দক্ষ লোকবল খুঁজছে।

ডাচ বাংলা ব্যাংকের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ৫টি ক্যাটাগরিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ৭-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওরাকল নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওসিপি সার্টিফিকেশন ইন ডিনিএ ট্রাক কোর্স সম্পন্ন হতে হবে।

পদের নাম : সিস্টেম অ্যানালাইসিস/ অ্যানালিস্ট প্রোগ্রামার। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ৭-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জাভা, জে২এসই, জেটুএমই, জেটুইই, জেটুইই, মাইক্রো সার্ভিস, সিএসএসথ্রি, জাভাস্ক্রিপ্ট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও কোর ব্যাংকিং বিষয়ে ধারণা থাকতে হবে।

পদের নাম : অ্যাডমিনিস্ট্রেটর (সিস্টেম)। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ৭-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এআইএক্স/ওরাকল/এইচপি-ইউএক্স/ইউনিক্স ওস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। ডাটা সেন্টার অ্যান্ড ডিজেস্টারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : অ্যাডমিনিস্ট্রেটর (স্টোরেজ)। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ৭-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইএমসি/ এইচপি/ আইবিএমের কাজে পারদর্শী হতে হবে।

পদের নাম: নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ৭-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:  পদ সংশ্লিষ্ট প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এমএসসি/বিএসসি পাস হতে হবে। একাডেমিক পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে। তাছাড়া সবাইকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। 

বেতন ও সুযোগ-সুবিধা : ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিয়ম অনুসারে প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। সঙ্গে অন্যান্য সুবিধাও রয়েছে।

আবেদন যেভাবে : প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে https://app.dutchbanglabank.com/Online_Job/ এই ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে হবে।