দেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বিকন ফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য লোকবল লোকবল খুঁজছে। প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে যোগ্যতাসম্পন্ন যেকেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : ডেপুটি ম্যানেজার/ডেপুটি ইনচার্জ। তবে পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। যেকোনো বিষয়ে ডিগ্রি থাকলেই এ পদে আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদ সংশ্লিষ্ট বিষয়ে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ২ বছর ডেপুটি ইনচার্জ হিসেবে বা ৪ বছর সিনিয়র কোন পজিশনে কাজ করতে হবে। ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলীর পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। দল পরিচালনায় সিদ্ধহস্ত হতে হবে। চূড়ান্ত নির্বাচিতদের দেশের যেকোনো জায়গায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি কর্মীদের অন্যান্য সুবিধা প্রদান করে থাকে।
আবেদন করবেন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ২৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।

আরও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেসব প্রতিষ্ঠানে আবেদন করার নিয়ম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে জানতে ক্লিক করুন এখানে।