উন্নয়নমূলক সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন চাকরির সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পিকেএসএফ দীর্ঘদিন ধরেই স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করছে। বছর শেষে প্রতিষ্ঠান তাদের ডাটাবেজ অ্যান্ড জব প্লেসমেন্ট বিভাগে দক্ষ ও অভিজ্ঞ একজন কর্মী নিয়োগ দেবে।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/বিজনেস স্ট্যাডিস/ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে কমপক্ষে ২টি প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন ধরনের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

ডাটাবেজ ম্যানেজমেন্ট/ডাটা মেইনটেনেন্স/ডাটা অ্যানালাইসিস/আইসিটি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে চাকরি পেতে হলে প্রার্থীকে অবশ্যই ইনফরমেশন বেসড সফটওয়্যার পরিচালনায় কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে প্রার্থীর যদি পূর্বে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে বয়সসীমা ৪০ বছর। চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর কর্মস্থল হবে ঢাকা। তাকে নিয়মিত পিকেএসএফের অধীন বিভিন্ন সংস্থা বা ট্রেনিং সেন্টার পরিদর্শন করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন ৬৮৭০০ টাকা মাসিক। এরসঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৮ জানুয়ারি, ২০২১