জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মৌখিক পরীক্ষার সূচী প্রকাশ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ‘প্রোগ্রামার’ ও ‘রক্ষণাবেক্ষণ প্রকৌশলী’ পদের মৌখিক পরীক্ষার সূচী প্রকাশিত হয়েছে। পদ দুইটির মৌখিক পরীক্ষা যথাক্রমে ৯ ও ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ. রাজা মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুসারে পদ দুইটিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগারগাঁওস্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কার্যালয়ে। তবে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে ভাইভা বোর্ডে আসতে হবে।
এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত সব শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে আনতে হবে।
বিজ্ঞাপন