আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোক্রেডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। চূড়ান্ত নির্বাচিতরা বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ পাবেন। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে মাস্টার্স পাস করতে হবে। একাডেমিক পর্যায়ে প্রথম শ্রেণি বা সমমান সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

প্রার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কারণ প্রতিষ্ঠানটি এই প্রজেক্টর মাধ্যমে নেক্সট জেনারেশন অব লিডারস তৈরি করতে যাচ্ছে। ফলে যারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, শুধু তাদেরকেই আবেদন করতে বলা হয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ব্র্যাকের নিজস্ব ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৮ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।