স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই শিল্প গ্রুপ বছর জুড়েই লোকবল নিয়োগ দেয়। সেই ধারাবাহিকতায় এবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ২০টি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৫৫ হাজারের অধিক লোকবল কাজ করছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ৫০টির অধিক দেশে পণ্য রপ্তানি করে থাকে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ২টি। একটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অপরটি স্কয়ার টেক্সটাইলস। এছাড়াও স্কয়ার গ্রুপ স্বাস্থ্যসেবা; ভোগ্যপণ্য; বস্ত্র; মিডিয়া, টিভি ও তথ্যপ্রযুক্তি; নিরাপত্তা সেবা; ব্যাংক ও ইনস্যুরেন্স; হেলিকপ্টার ও কৃষিপণ্য নিয়ে কাজ করে।

স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্কয়ারের যত প্রতিষ্ঠান: স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইলস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার ইয়ার্ন, স্কয়ার হেস্ককন, স্কয়ার হসপিটাল,
স্কয়ার টয়লেট্রিজ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট, ফার্মা প্যাকেজেস, মিডিয়াকম, স্কয়ার এয়ার, স্কয়ার ইনফরমেটিকস, এজেস সার্ভিস, স্কয়ার ফ্যাশন ইয়ার্ন, মাছরাঙা কমিউনিকেশনস, স্কয়ার অ্যাগ্রো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেসিং, সাবাজপুর টি কোম্পানি, স্কয়ার ডেনিম এবং স্কয়ার অ্যাপারেলস।

স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

স্কয়ার গ্রুপের কার্যপরিধি বাড়তে থাকায়, প্রতিষ্ঠানটি নিয়মিত লোকবল নিয়োগ দেবে। তাহলে চলুন জেনে নিই, স্কয়ার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর অধীনে যেসব বিজ্ঞপ্তি আছে-

square job circular 2023

ম্যানেজমেন্ট ট্রেইনি নিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদন করুন দ্রুত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের টয়েলেট্রিজ লিমিটেডে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম : অফিসার/ ম্যানেজমেন্ট ট্রেইনি, ট্রেড মার্কেটিং, সেলস ডিপার্টমেন্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : বিবিএ বা এমবিএ পাস করতে হবে। প্রার্থীকে ১-২ বছরের অভিজ্ঞ হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছর।

এমএস অফিসের কাজে দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে সিভি পাঠাতে হবে stlfield.hrd@squaregroup.com এই ঠিকানায়।

আবেদেনর শেষ তারিখ : ১৯ জানুয়ারি, ২০২৩

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।