ঢাকায় মার্কিন দূতাবাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট বিভাগে দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেইনটেন্যান্স সুপারভাইজার (ডেপুটি)। পদসংখ্যা: নির্ধারিত নয়। আবেদন যোগ্যতা: প্রার্থীদের এসএসসি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ এইচভিএসি/ সিভিলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

এছাড়াও বিল্ডিং মেইনটেন্যান্স, রিপেয়ার ও নির্মাণকাজে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর সুপারভাইজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।

বেতন ও সুযোগ সুবিধা : ৯০,০০০ টাকা। মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে। সপ্তাহে ৪৫ ঘণ্টা অফিস করতে হবে।

আবেদন যেভাবে  : আগ্রহীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৮ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করা যাবে।