গত এক দশকে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ‌‘বিদেশি উচ্চশিক্ষা’ জনপ্রিয় হয়ে উঠেছে। একইসঙ্গে বেড়েছে সুযোগ-সুবিধা। সাম্প্রতিক সময়ে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোও বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়িয়েছে। দিচ্ছে বিভিন্ন বিষয়ের উপর স্কলারশিপ। বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনা করতে ইচ্ছুক, তারা কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্কলারশিপ সংগ্রহ করতে পারবেন- সেসব নিয়েই এ আয়োজন।

এডিনবার্গ গ্লোবাল ডিসটেন্স লার্নিং স্কলারশিপ

ইউনিভার্সিটি অব এডিনবার্গ বিশ্বের সব প্রান্তের মাস্টার্স শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে। যারা বিদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে আগ্রহী তাদের জন্যও রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। প্রত্যেকটি স্কলারশিপে তিন বছর মেয়াদী টিউশন ফি দেয়া হবে। 

হাবার্ট হামফ্রে ফেলোশিপ, যুক্তরাষ্ট্র

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাবার্ট হামফ্রে ফেলোশিপস প্রোগ্রাম। এখানে টিউশন ফি, মেইনটেন্যান্স ফি, ইনস্যুরেন্স, ভ্রমণের ব্যয় এবং ইংরেজি ভাষার ওপর ট্রেনিং দেওয়া হয়। মাস্টার্স প্রফেশনালস শিক্ষার্থীরা এই সুযোগটি লুফে নিতে পারেন।

ওয়েস্টমিনস্টার আন্ডারগ্র্যাজুয়েট ফুল স্কলারশিপ, যুক্তরাজ্য

ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। গ্রাজুয়েশন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এ স্কলারশিপ দেয়া হয়। টিউশন ফি, বাসস্থানের ব্যয়, জীবনযাত্রার ব্যয় ও লন্ডন থেকে ফ্লাইটের ব্যয় এই স্কলারশিপে দেয়া হয়। 

ব্রিস্টল ইউনিভার্সিটি, যুক্তরাজ্য

ব্রিস্টল ইউনিভার্সিটির থিংক বিগ বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০০ থেকে ২০০০০ পাউন্ড ওয়েভারে স্কলারশিপ দিয়ে থাকে। ২০২০ সালে যারা বিভিন্ন প্রশিক্ষণ শুরু করেছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। 

দ্য হগ ওয়ার্ল্ড সিটিজেন ট্যালেন্ট স্কলারশিপ, নেদারল্যান্ড

নেদারল্যান্ডের দ্য হগ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস বাংলাদেশি শিক্ষার্থীদের মাস্টার্স ডিগ্রি নিয়ে পড়াশুনার জন্য স্কলারশিপ দিচ্ছে। ৫০০০ ইউরো টিউশন ফিসহ স্কলারশিপ দিচ্ছে তারা। 

লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ, সুইডেন

লুন্ড ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। এই স্কলারশিপ প্রোগ্রামে ২৫ শতাংশ, ৫০ শতাংশ, ৭৫ শতাংশ ও ১০০ শতাংশ টিউশন ফি দেয়া হয়। 

এডিবি জাপান স্কলারশিপ প্রোগ্রাম

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রাম বেশ জনপ্রিয়। যারা বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য-বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করতে আগ্রহী তারা এখান থেকে স্কলারশিপের সুযোগটি গ্রহণ করতে পরেন। 

সুইডিশ ইন্সটিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস, সুইডেন

বাংলাদেশের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে সুইডিশ ইন্সটিটিউট। যেকোনো দেশের শিক্ষার্থীই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। 

দাদ স্কলারশিপ উইথ রিলেভেন্স টু ডেভেলপিং কান্ট্রিজ, জার্মানি

জার্মান সরকার কর্তৃক পরিচালিত জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (দাদ) বাংলাদেশের পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। এখানে পোস্টগ্রাজুয়েটের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। 

গেটস কেমব্রিজ স্কলারশিপ, যুক্তরাজ্য

যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রামে পোস্টগ্রাজুয়েট ডিগ্রি করতে আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপ দেয়া হয়। ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে এই স্কলারশিপ দেয়া হয়। 

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম, ফ্রান্স

বাংলাদেশের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম স্কলারশিপ দিয়ে থাকে। এখান থেকে স্কলারশিপ নিয়ে ফ্রান্সের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা যায়। 

ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপ, কানাডা

কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা গ্র্যাজুয়েট ফেলোশিপ মেধার ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের ফেলোশিপ দেয়। বাংলাদেশের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের এই ফেলোশিপ দেয়া হয়। 

সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ, সুইজারল্যান্ড

যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট পড়াশুনা করার জন্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে। টিউশন ফি, স্বাস্থ্যবিমানহ আরও অনেক সুযোগ সুবিধা তারা প্রদান করে থাকে। 

এইচএকে/আরআর