কেয়ার বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডিজাস্টার রিস্ক রিডাকশন (ডিআরআর) বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রজেক্ট ম্যানেজার। পদের সংখ্যা : ১টি। আবেদন যেভাবে : সোশ্যাল সায়েন্স, ডিআরএম বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট/ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল সায়েন্স ও সোশিয়লজি বিষয়ে স্নাতক পাস।

সংশ্লিষ্ট বিষয়ে ৫-৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমিউনিটি বেসড ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জ  নিয়ে কাজের সুযোগ থাকতে হবে।

এছাড়াও স্থানীয় সরকার, প্রশাসন ও সিভিল সোসাইটির উন্নয়ন মূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে যোগাযোগ রক্ষা ও রিপোর্ট রাইটিংয়ের স্কিল থাকতে হবে।

এক্সিলেন্ট ইন্টারপারসোনাল স্কিল, ডিসিশন মেকিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সমস্যা সমাধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীদের কক্সবাজারের উখিয়ায় কাজের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।