পলিটেকনিক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ: ছবি- ঢাকা পোস্ট

রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে বিক্ষোভ করার সময় গ্রেপ্তার পলিটেকনিকের চার শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- মেহেদী হাসান রিমন, নাওয়াহির আলম দিহান, শহিদুল ইসলাম সোহেল ও মো. হিমেল উদ্দিন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ ফেব্রুয়ারি (সোমবার) তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত। একইসঙ্গে জান্নাতুল ফেরদৌস নামে একজনকে জামিন দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দেড় থেকে দুইশ জন পলিটেকনিক শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে রাস্তা বন্ধ করে বসে। তারা এ সময় উসকানিমূলক স্লোগান, পুলিশের কাজে বাধা, লাঠি দিয়ে আক্রমণসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় তারা ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার অপরাধ করে। পরে পুলিশ যান চলাচল নিশ্চিত করতে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সেখান থেকে তাদের আটক করা হয়। 

এরপর সোমবার তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দিন।

টিএইচ/জেডএস