ধর্ষণ মামলার রিপোর্টে অসংগতি : ডা. শারমিনকে হাইকোর্টে তলব
এক কিশোরীর ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্টের তথ্যে অসংগতি থাকার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন হককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
ধর্ষণ মামলার আসামি মো. সুমন মিয়ার জামিন শুনানিকালে মেডিকেল রিপোর্টে অসংগতি থাকার বিষয়টি নজরে এলে হাইকোর্ট ডা. শারমিন হককে তলব করেন।
আদালতে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।
বিজ্ঞাপন
এমএইচডি/ওএফ