সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২ তলা বিশিষ্ট ভবন ‘বিজয়-৭১’ এর উদ্বোধন বৃহস্পতিবার (৩১ মার্চ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবন ও সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্স থেকে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ‘বিজয়-৭১’ ভবন উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভাপতিত্ব করবেন আইনমন্ত্রী আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখবেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

বুধবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এমএইচডি/ওএফ