ডেসটিনির এমডি রফিকুল আমিন

অর্থ আত্মসাৎ ও পাচারের দুটি মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমিন এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে।

তাদের বিরুদ্ধে ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাৎ এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। পরে ২০১৬ সালের ২৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।

ওই অভিযোগ গঠনের বিরুদ্ধে তারা হাইকোর্টে ফৌজদারি আবেদন করেন। যেটি একই বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। পরে এর বিরুদ্ধে তারা আপিল বিভাগে আবেদন করেন। এ আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আদালত।

এমএইচডি/এমএইচএস