বন্যার শুরু থেকেই সুনামগঞ্জের বানভাসিদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন ও তার স্ত্রী ব্যারিস্টার ফারজানা শিলা। এবার ঈদের হাসি ফোটাতে সুনামগঞ্জের এক হাজারের বেশি বন্যার্ত পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন এ ব্যারিস্টার দম্পতি।

বৃহস্পতিবার (৭ জুলাই) দিনভর সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। 

ঢাকা লেডিজ ক্লাবের সহায়তায় নান্দনিক ফাউন্ডেশনের মাধ্যমে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন এবং তার স্ত্রী নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা।

এছাড়া ব্যারিস্টার দম্পতির প্রতিষ্ঠান নান্দনিক ফাউন্ডেশনর পক্ষ থেকে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে ত্রাণ বিতরণও করা হয়।

শুক্রবার ব্যারিস্টার ফারজানা শিলা ঢাকা পোস্টকে বলেন, সুনামগঞ্জ ও সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বানভাসি মানুষ চরম দুর্ভোগে আছেন। সহযোগিতার হাত নিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। আমরা বানভাসি মানুষের মুখে ঈদের সময় হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছি।

এমএইচডি/আইএসএইচ