খাদ্যসামগ্রী নিয়ে আন্দোলনরত চা শ্রমিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (১৭ আগস্ট) রাতে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এ ঘোষণা দেন।

ব্যারিস্টার সুমন বলেন, আপনারা জেনেছেন, বাংলাদেশের চা শ্রমিক ভাই-বোনরা হরতাল পালন করছে। কারণ তারা বছরের পর বছর নির্যাতন সহ্য করে আসছেন এবং ১২০ টাকা মজুরিতে তারা বহুদিন ধরে কাজ করে আসছেন। তাদের দাবি এ সময় তারা ৩০০ টাকা করে মজুরি চান। তারা চার-পাঁচ দিন ধরে হরতাল করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ থেকে তাদের ডিমান্ড মেনে নেওয়ার লক্ষণ দেখছি না। সরকার থেকে কোন উদ্যোগ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। এই চুনারুঘাটে আছে ১৭টি চা বাগান। জেলায় আছে মোট ২৪টি চা বাগান।

তিনি বলেন, চা বাগানের যারা মালিক থাকে তাদের একটি শক্তিশালী সাইড হচ্ছে যখনই চা শ্রমিকরা আন্দোলনে নামে তখন মালিকপক্ষ খাবার বন্ধ করে দেয়। খাবার বন্ধ করে দেওয়ার কারণে চা শ্রমিকরা বেশি দিন আন্দোলন করতে পারে না। দেশের মানুষ বিশ্বাস করে চা শ্রমিকদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে এটা ইষ্ট ইন্ডিয়া কোম্পানির মত। এখন সব কিছুর দাম আকাশচুম্বী। এ সময় একজন শ্রমিক ১২০ টাকা দিয়ে না চাল কিনতে পারে, না ডাল কিনতে পারে, না মাছ কিনতে পারে। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এলাকা চুনারুঘাটের ১৭টি চা বাগানের শ্রমিকরা যতদিন আন্দোলন করে যাবে আমি খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে থাকব। পাশে দাঁড়াবোই। চাল, ডাল, আটা যা যা লাগে তাই নিয়ে পাশে থাকব। কারণ আমি চাই না শুধু খাবারের অভাবে এ ধরণের যৌক্তিক আন্দোলন যেন নষ্ট না হয়।

এমএইচডি/আইএসএইচ