মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের চার আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন— সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে এস এম মহসিন উল মুলক, মুন্সীগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি এম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী গাজী ও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস গাজী। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

আদালত আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মো. মোখলেসুর বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ২৫ বছর ঢাকায় আত্মগোপনে ছিলেন আত্মস্বীকৃত আলবদর কমান্ডার আমিনুল

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার শ্যামনগরের ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই চার আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা করেন সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে চন্দনা রানী মন্ডল। এ মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাদের গ্রেপ্তার করা হয়।

এমএইচডি/এসএসএইচ