ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩২ কেজি গাঁজাসহ আটক আবুল খায়েরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। 

গত ৯ আগস্ট কুটি ইউনিয়নের লেশিয়ারা কবরস্থানের সামনে থেকে ভোরে আবুল খায়েরকে ৩২ কেজি গাঁজা, দুটি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকাসহ আটক করে পুলিশ। আবুল খায়ের উপজেলার পানিয়ারুপের হানিফ মিয়ার ছেলে। মামলার পর আদালত তাকে কারাগারে পাঠান।

এরপর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট হাইকোর্ট তাকে জামিন দেন। এর বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে আসামি জামিনে মুক্ত হন। 

রোববার লিভ টু আপিলের শুনানি শেষে তার জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।
 
এমএইচডি/জেডএস