ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ
দুই ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলার আবেদন শুনানি ৩ নভেম্বর
ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন
২০১৮ সালের মার্চে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে হেফাজতে নিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগে শাহবাগ ও রমনা থানার তৎকালীন ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন গ্রহণ শুনানির জন্য ৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
আজ (সোমবার) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ শুনানি হওয়ার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা হাফসা ঝুমা নতুন এ দিন ধার্য করেন। ।
বিজ্ঞাপন
বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বিষয়টি জানিয়েছেন।
এর আগে ১২ অক্টোবর ঘটনার প্রায় সাড়ে চার বছর পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মিলনের চাচা বি এম অলি উল্যাহ বাদী হয়ে এ আবেদন করলে আদালত মামলা গ্রহণ শুনানির জন্য এ দিন ধার্য করেছিলেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি আবুল হাসান, রমনা থানার সাবেক ওসি কাজী মাইনুল ইসলাম, শাহবাগ থানার সাবেক এসআই সুজন কুমার রায়, সাইদুর রহমান মুন্সি, অমল কৃষ্ণ ও শাহরিয়ার রেজা। এছাড়া দুই থানার অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগপত্রের বিবরণীতে বলা হয়, মিলন ২০১৮ সালের ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনে অংশগ্রহণ করার জন্য রওনা হন। মানববন্ধন শেষ করে ছাত্রদলের মিছিল মৎস্য ভবনের কাছে পৌঁছালে মিলনসহ অপর ছাত্রদল নেতা আক্তার হোসেন ফরাজীকে আটক করে পুলিশ।
তাদের শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগও করা হয়েছে মামলায়।
এনআর/এনএফ