রাজধানীর বাড্ডায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইউনুস মাতব্বর নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ইশতিয়াক আলম জনি বিষয়টি জানিয়েছেন।

এদিন আসামিকে আদালতে উপস্থিত করা হয়। তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আসামি ইউনুস মাতব্বর বাড্ডার একটি গ্যারেজে কাজ করতেন। এ ঘটনার ভুক্তভোগী তার প্রতিবেশী ছিলেন। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনুস ভুক্তভোগী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাজধানীর বাড্ডা থানায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে ২০১৬ সালের ৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। এ মামলার বিচার চলাকালীন আদালত সাতজনের সাক্ষ্যগ্রহণ করেন।

এনআর/জেডএস