ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা : রিট মামলা স্থানান্তরের আবেদন
ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে হাইকোর্টের বিচারপতি জাফর আহমদের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে একটি রিট মামলা স্থানান্তরের আবেদন করেছেন রিটকারীরা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে তারা এ আবেদন করেছেন। বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী মো. শামসুল হক, মো. ইসাকুল হোসেন, মোহাম্মদ শরীফ, মোস্তফা কামাল ও মো. বাবুল সারেং এ আবেদন করেছেন।
রোববার (২৩ অক্টোবর) আবেদনের একটি অনুলিপি ঢাকা পোস্টের হাতে এসেছে।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়েছে, আমরা রিট পিটিশন ১৭১/২০২২ নং মামলার পিটিশনার। মামলাটির বিবাদী পক্ষ এনেক্স ১৭ নং কোর্টে (বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন কোর্ট) শুনানির দিন ধার্যের জন্য উপস্থাপন করলে মামলাটি গত ৭ এপ্রিলের কার্যতালিকায় ৫২ নং সিরিয়ালে তালিকাভুক্ত হয় এবং মামলাটি ওই দিন শুনানির জন্য দিন ধার্য করা হয়। রিটটি হাইকোর্টের কার্যতালিকায় গত ৪ জুন, ৯ জুন, ২০ জুলাই, ২১ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই শুনানির দিন ধার্য ছিল। গত ৩ আগস্ট মামলাটি কার্যতালিকার ৮৬নং ক্রমিকে ছিল। ওই দিন বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রিট আবেদনকারী পক্ষের অবর্তমানে মামলাটির আংশিক শুনানি হয়।
আরও পড়ুন : সাংবাদিকরা সোর্স প্রকাশ করতে বাধ্য নয়, হাইকোর্টের রায়
বিজ্ঞাপন
গত ৪ আগস্ট ৩৯ নং ক্রমিকে, ১১ আগস্ট ৩৮ নং ক্রমিকে, ২৫ আগস্ট ১৮২ নং ক্রমিকে শুনানির জন্য কার্যতালিকায় থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে ২৯ আগস্ট মামলাটি কার্যতালিকার ৯ নং ক্রমিকে শুনানির জন্য তালিকাভুক্ত হয়। কার্যতালিকা থেকে দেখা যায়, রিট পিটিশন নং ১৭১/২০২২ এর সঙ্গে রিট পিটিশন নং ৮৩৭০/২০২১ এবং রিট পিটিশন নং ১৩২৭৭/২০২১ শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়। উল্লেখ্য, শেষের দুটি রিট পিটিশন শুনানির জন্য ইতোপূর্বে তালিকাভুক্ত ছিল না।
২৯ আগস্ট আদালত রিট আবেদনকারী পক্ষের আইনজীবীদের শুনানির সুযোগ এবং মামলা উপস্থাপনের সুযোগ না দিয়েই রিট পিটিশন নং ১৭১/২০২২ এবং রিট পিটিশন নং ৮৩৭০/২০২১ নিষ্পত্তি করেন। অপর রিট পিটিশন নং ১৩২৭৭/২০২১ নং ডিলিট করেন।
প্রধান বিচারপতির কাছে আবেদনে বলা হয়, শুনানির কার্যক্রম ও নিষ্পত্তির বিষয়ে বিবাদী পক্ষ অনেক গল্প কথা বলেন, যা আমাদের গোচরীভূত হয়। শুনানি ছাড়াই মামলা নিষ্পত্তির আদেশের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নিয়োগকৃত আইনজীবীকে শুনানির আইনগত কার্যক্রম গ্রহণের অনুরোধ করি। আমাদের নিয়োগকৃত আইনজীবী Unsign Judgment Recall এবং শুনানি করার জন্য ৩০ আগস্ট আদালতে উপস্থাপন করলে বিষয়টি ৩১ আগস্ট তারিখের কার্যতালিকার ৪ নং ক্রমিকে আদেশের জন্য ছিল। ওই দিন আদালত Unsign Judgment Recall করেন। কিন্তু শুনানির জন্য কোনো দিন ধার্য না করেই আগামী ২৬ অক্টোবর পুনরায় রায় প্রদানের দিন ধার্য করেন।
আমরা বিনয়ের সাথে নিবেদন করছি যে, আমরা মাননীয় আদালতের সামনে আমাদের মামলাটি উপস্থাপন করতে সমর্থ হইনি। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য যে, আমরা প্রতিপক্ষের করা গল্প থেকে জানতে পারি, আমাদের রিট পিটিশনের ৪ নম্বর বিবাদীর আইনজীবী রাফি আহমেদ। তিনি এনেক্স ১৭ নং কোর্টের প্রিজাইডিং জজ মাননীয় বিচারপতি জাফর আহমেদ মহোদয়ের আপন ভাই।
এ অবস্থায় ওই কোর্ট এই মামলায় কোনো রায় প্রদান করলে বিচার প্রার্থী হিসেবে আমাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে। ন্যায় বিচারের স্বার্থে আমাদের রিট মামলাটি এনেক্স ১৭ নং কোর্ট থেকে স্থানান্তর করা প্রয়োজন। অন্যথায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
এমএইচডি/এসএসএইচ