সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে সংগঠনটির বর্তমান দপ্তর সম্পাদক সজল মাহমুদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এরপর রমনা থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, আসামি মজিবুর রহমান হাওলাদার ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’ এর নাম ব্যবহার করে কাকরাইলে কার্যালয় বানান। চাঁদাবাজি, অসৎ উপায়ে টাকা আদায়, সংগঠন ও দলের নামে মানুষকে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন থেকে অপরাধমূলক কাজ চালিয়ে আসছেন। মিথ্যা তথ্য দিয়ে সংগঠনের রেজিস্ট্রেশন করেছেন তিনি। সমাজসেবা অধিদপ্তরের কাছ থেকে ২০১৯ সালের ৬ আগস্ট নিবন্ধন নিয়েছেন। প্রতারণা ও মিথ্যা তথ্য দিয়ে নেওয়া রেজিস্ট্রেশন ২০২০ সালের ২৬ আগস্ট বাতিল হওয়া সত্ত্বেও বাতিলকৃত নিবন্ধন নম্বর ব্যবহার করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাম দিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায় করছেন তিনি।

এনআর/এসকেডি