গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার জাবেদ আহম্মেদ সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী মো. কামরুল ইসলাম সজল ও সৈয়দ নূরে আলম সিদ্দিকী (সোহাগ)।

এর আগে নাশকতার অভিযোগে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে গত ১৯ অক্টোবর বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৯ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

এ মামলায় পৃথক আবেদনের শুনানি নিয়ে আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন আদালত।  

এমএইচডি/এসকেডি