রাজধানীর দক্ষিণখানের এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ ডিসেম্বর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার অন্য আসামিরা হলেন, মোতাহার, জুনাত সরদার ও বুক্কা।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৬ মার্চ আসামি রেজাউল ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন। এ কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। তারপর থেকে গত ৩০ আগস্ট পর্যন্ত আসামি রেজাউল ভুক্তভোগী তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ভুক্তভোগীর তরুণী ও তার মা বিষয়টি আসামি রেজাউলকে জানান। এরপর আসামি রেজাউল তাদের ভয়ভীতি দেখিয়ে বিষয়টি অন্যদের জানাতে নিষেধ করেন। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর ভুক্তভোগী তরুণী আত্মহত্যা করেন।

এনআর/এসকেডি