পুলিশকে লক্ষ্য করে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিএন‌পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৪ ডিসেম্বর) আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। এদিন তারা আদালতে উপস্থিত না হওয়ায় আইনজীবী সময়ের আবেদন করেন। সময়ের আবেদন নামঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হর। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের উপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে মিছিল বের করে ও পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।

এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এনআর/এসকেডি