ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো রকমের অরাজক পরিস্থিতি এড়াতে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় শুক্রবার (৯ ডিসেম্বর) গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজই তাদের আদালতে সোপর্দ করা হবে। এরপরই আদালত প্রাঙ্গণের নিরাপত্তা আরও জোরদার করে পুলিশ।

মূলত শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশকে সামনে রেখে পুরান ঢাকার সিএমএম আদালত ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। শুক্রবার জুমার নামাজের আগে থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সর্বসাধারণকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না আদালত প্রাঙ্গণে।

জানতে চাইলে ডিএমপির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মুহিত সেরনিয়াবাত বলেন, আদালতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এমএল/এসএসএইচ/