বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোয় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা বিক্ষোভ করেন।

এসময় বিএনপিপন্থি আইনজীবীরা ‘মহাসচিব জেলে কেন, মির্জা আব্বাস জেলে কেন’ ‘আমার ভাই মরল কেন’ ‘এক হও এক হও জিয়ার সৈনিক এক হও’ ‘ অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন’ ‘আগামীকালের অ্যাকশন ডাইরেক অ্যাকশন’ সহ নানা স্লোগান দিতে থাকেন।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান ঢাকা পোস্টকে বলেন, মুক্তিযুদ্ধের সূর্যসন্তানরা এখনও জীবিত আছে। তাদের যুদ্ধের প্রশিক্ষণও আছে। আপনারা দেখেছেন ১০ তারিখের সমাবেশকে কেন্দ্র করে সরকার ন্যক্কারজনক লুটপাট ও গ্রেপ্তার চালিয়েছে। এমনকি মধ্যরাতে আমাদের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অপরাধ কি? প্রশাসনের লোক ট্যাক্সের টাকায় বেতন পান, মুক্তিযুদ্ধ না হলে পেতেন না। পাকিস্তান থেকে দেশ উদ্ধার হয়েছে, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যুদ্ধ চালিয়ে যাব, আগামীকালের জনসভা অবশ্যই সফল হবে।

এমএল/এসএসএইচ/